চলতি মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে বড়সড় ঝাঁকুনি দেন ক্লাবটির সুপারস্টার লিওনেল মেসি। চুক্তির মারপ্যাঁচে ফেলে অবশ্য তাকে রেখে দিতে সমর্থ হয় ক্লাবটি। তবে টিকতে পারেননি ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ।
সেসময়ই সবাই ধারণা করে নিয়েছিলেন, মেসির এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণটা ক্লাব সভাপতি। তার সঙ্গে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষপর্যন্ত ক্লাব সভাপতির পদ ছাড়তে বাধ্য হন বার্তোমিউ।
সেসময় কি ঘটেছিল সেসব এবার খোলাখুলি বলেছেন লিও। স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, বার্তোমিউ আমার সঙ্গে বেশ কয়েকবার প্রতারণা করেছেন।
ক্ষুদে জাদুকর বলেন, আমি বার্তোমিউকে বেশ কয়েক মাস ধরে বলছিলাম যে, আমি ক্লাব ছাড়তে চাই। সে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, আমার চাওয়ামতো হবে সব। কিন্তু পরে আর কথা রাখেনি। এর আগেও বেশ কয়েকবার তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।
আলাপচারিতায় ক্লাবে তার সমালোচনার বিষয়ে হতাশার কথাও জানিয়েছেন মেসি। বলা হয়ে থাকে, ম্যাচের একাদশ এবং ক্লাবের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করেন মেসি। সেই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনেও বড় ভূমিকা থাকবে তার। তবে সবই অস্বীকার করেছেন ক্ষুদে জাদুকর।
তিনি বলেন, আমি কোনো প্রার্থীর সঙ্গে যোগাযোগ করিনি। তারাও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। যেই নির্বাচিত হোক, তাকে এখানে এসে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। আমি কোনো প্রার্থীর কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার আশা করি না। অনেকে মনে করেন, আমি ক্লাব চালাই, বিষয়টা মোটেও তেমন না। আমি হতাশ।
তবে নিজের ভবিষ্যত নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মেসি। আগামী মাস থেকে দলবদল নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন মেসি। তবে এখন সেসব নিয়ে ভাবছেন না আর্জেন্টাইন জাদুকর। পুরো মৌসুমটা বার্সেলোনায় শেষ করতে চান তিনি।
৬ বার ব্যালন ডি’অর জয়ী তারকা বলেন, আগামী বছর আমি কোথায় থাকব নিজেও জানি না। যদিও জানুয়ারির ১ তারিখ থেকে আমি আলোচনা করতে পারব ক্লাবগুলোর সঙ্গে। কিন্তু আমি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সেসব করব না।