ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

অনেক ভক্তরা আজকে আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন: জায়েদ খান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদকঃ অনেক ভক্তরা আজকে আমার জন্য নফল রোজা রেখেছেন ও নামাজ পড়েছেন বলে জানিয়েছেন অভিনেতা জায়েদ খান।

বুধবার (২ মার্চ) জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদক পদে থাকার রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের পরে সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এ সময় তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেকেই আমার জন্য নফল রোজা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে গিয়েই দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান তিনি।

জায়েদ খান বলেন, বিচারের বাণী কাঁদছিল আমার মধ্যে নীরবে। ভোটে নির্বাচিত হওয়ার পরও আমি যখন চেয়ারে বসতে পারছিলাম না। তখন আমি আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথির কাছে আসি। এ আইনজীবীরা দায়িত্বের বাইরে থেকেও আমার জন্য খেটেছেন। আমার আইনজীবীদের প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ।

তার সাথে ষড়যন্ত্র নিয়ে জায়েদ খান বলেন, আমার জনপ্রিয়তাই তাদের ঈর্ষার কারণ। আদালতের রায়ের পরে তাদের এই ষড়যন্ত্র থেমে থাকবে না। এবার তারা আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে। এই রায়টাকে আবার কীভাবে আটকানো যায় সেসব পথ তারা খুঁজবে। আমি যে নির্বাচিত, দুই বছর কাজ করতে দেবে, সেটা না মেনে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে একদল মানুষ।

আপনার মন্তব্য লিখুন