অন্তরে বসন্ত
মুহাম্মদ মনিরুজ্জামান
কৃষ্ণচূড়ার শাখায় লেগেছে আগুন
গাঁদা হাসে খিলখিল এসেছে ফাগুন।
সোনালুর ডালে বাজে কোকিলের বাঁশি
পাতাহীন তরুশাখে মুকুলের হাসি।
ধানক্ষেত দুলে ওঠে দখিণা বাতাসে
বালিহাঁস যায় ফিরে আপন নিবাসে।
জলপিপি ঠোঁট দিয়ে চষে মেদিবিল
ডালিয়ার খোঁপা ঢালে সুখ অনাবিল।
দূরাকাশে রাতে ভাসে ধবল জোনাক
অন্তরে বসন্ত এসে চুপে দেয় হাঁক।
প্রকৃতিতে বাজে নব জীবনের গান
আচানক শিহরণে দুলে দেহ প্রাণ।
পার হয় আরো এক বসন্ত সময়
হলো না হলো না আজো মন বিনিময়!
আপনার মন্তব্য লিখুন