অন্তিম যাত্রা
আসাদুজ্জামান রানা
দেহের মাপে জায়গা তোমার এই মাটিতে হবে
মরার পরে অট্টালিকায় থাকছে কেউ কী ভবে?
দেহ যাবে মাটির সাথে মিশে,
দু’পাশ থেকে সোনার দেহ ধরবে মাটি পিষে।
হিন্দু হলে তোমার দেহ উঠবে চিতার পরে
স্বজন তোমায় কাষ্ঠে শুইয়ে আগুন দিবে ধরে
দেহের তেলে পুড়বে নিজের দেহ,
তোমার চিতার তাপানলে দূরে যাবে কেহ।
যাদের লাগি বাড়ি গাড়ি টাকার পাহাড় গড়
ভোগবিলাসে মত্ত থেকে অন্যায় পথটি ধর
মরার পরে সকল কিছু ফাঁকি,
যেতে হবে শূণ্য হাতে সহায় সম্বল রাখি।
তোমার পাপের টাকায় গড়া বিলাস বাড়ি বসে
রেখে যাওয়া সম্পদ ভাগে হিসেব করবে কষে
কেউ চাবেনা এক রত্তিটি ছাড়ি,
পাপে গড়া সম্পদ স্বাক্ষে নরক হবে বাড়ি।
দু’দিনের এই মায়ার ভবে মত্ত মোহ মায়ায়
মোহ মায়া ফানুস হয়ে যায় হারিয়ে কায়ায়
সঙ্গী হবে স্বয়ং পাপের ছাঁয়া,
পাপের ভাগি হয়না কভু পুত্র কন্যা জায়া।
মৃত্যু চিন্তা মাথায় রেখে জীবন যাপন করি
পরোকালের কথা ভেবে মুমিনের পথ ধরি
মাথায় রাখি বিচার দিনের কথা,
সচলতা এক নিমিষেই হবে অসারতা।