খাজা রাশেদ,লালমনিরহাট: অব্যাহত লোডশেডিং বিদ্যুৎ বিভাগের সর্বকালের রেকর্ড দূর্নীতি ও অব্যাবস্থাপনার প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি
অবস্থান কর্মসূচী পালন করেছে।
০৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ অফিসের সামনে এসে অবস্থান গ্রহন করে।
উক্ত, অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেন, আজকে বিদ্যুৎের কারনে জন জীবন বিপর্যস্ত। আমার আপনার বিদ্যুতের বিল বাকি নেই তাহলে, সে টাকা কোথায় গেলো!
কয়লা কিনতে না পারায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছেনা। এই অবৈধ সরকার লুটপাট করে, আত্মসাত করেছে।
তিনি সংসদ সদস্যনিয়ে মমতাজকে উদ্দ্যেশ্য করে বলেন ,সে বিদ্যুত নিয়ে সংসদে গান গায় বিদ্যুৎ লাগবে নাকি বিদ্যুৎ, আজকে বিদ্যুৎ না থাকায় জনগন তার বাড়ী ঘেরাও করেছে, তখন মধ্যরাতে সে লাইভে এসে নিজের সাফাই গেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে মিছিলটি পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের দিকে ফিরে যায়।
উক্ত অবস্থান কর্মসুচিতে জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ-সভাপতি অ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সম্পাদক একে এম মমিনুল হক ,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিএনপি নেতা আঃসালাম সহ পৌর বিএনপি, ছাত্রদল,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।