অর্থহীন ভালোবাসা
মোঃ বদরুল ইসলাম
ভালোবাসা দিয়া সবকিছু জয় করা যায়-
এটা স্বতঃসিদ্ধ কথা-
ভালোবাসা ছাড়া জীবনও শুষ্ক মরু প্রায়,
বলা যায় সঞ্জীবনী শক্তি আছে ভালোবাসায়।
সভ্যতার বিচারে কথাটি এখন অর্থহীন,
হলফ করে বলতে পারি আমি —
অর্থ ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই,
মূল্য নেই আবেগের,সম্পর্কটাও অস্তিত্বহীন।
বাস্তবতা কবিতার মতো এত প্রাঞ্জল নয়,
রুঢ় সত্য এলে ভালোবাসার মানুষও
চম্পট দেয় চুপিসারে,
তাজা গোলাপ পড়ে থাকে আবর্জনাস্তুপে
শুধু অর্থটাই মুখ্য হয় যাপিত জীবনসংসারে।

লেখক: বদরুল ইসলাম
আপনার মন্তব্য লিখুন