বিনোদন প্রতিবেদক।। ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে সামাজিক মাধ্যেমে বেশ আলোচনা তৈরি হয়েছে। এ সিনেমার টিজারে নজর কেড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমায় একটি আইটেম গানে নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, এ ছবিতে নুসরাত ফারিয়াকে আইটেম গানে যুক্ত করা হয়েছে বিশেষ চমক হিসেবে। লাস্যময়ী এ সুন্দরীর সঙ্গে ‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যাবে নিশোকেও।
এদিকে নিজেকের ফেসবুকে আইটেম গানের একটি ঝলক চরকি প্রকাশ করেছেন ফারিয়া। এছাড়াও ইউটিউবে গানটির টিজারও প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে বেশিকিছু জানাতে নারাজ এ নায়িকা। তিনি বলেন, ‘কাজটি করেছি। কেন করেছি, তা এখনই বলব না। সিনেমাটি মুক্তির পর বিষয়টি নিয়ে কথা বলতে চাই।’
‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই। এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। তার বিপরীতে আছেন তমা মির্জা।