জি.এম.কৃষ্ণা শর্ম্মা, স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের ৩টি করে বিভিন্ন প্রজাতির ১হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব গাছের চারা বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খান, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর মোঃ ছাদ আলী, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।