আঙ্গুলের অপারেশন করতে মঙ্গলবার দুবাই যাচ্ছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সকাল সাড়ে দশটায় এমিরেটস এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার। সোমবার বিকেলেই ভিসা পেয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক, নিশ্চিত করেছে বিসিবি সূত্র। সময় স্বল্পতায় সোমবার সন্ধ্যা পর্যন্ত দুবাইয়ের টিকিট নিশ্চিত করা হয়েছে।
স্ত্রীসহ করোনায় আক্রান্ত টেস্ট অধিনায়ক মুমিনুল
জানুয়ারির মাঝামাঝি অনুষ্ঠেয় এই সিরিজে টেস্ট দলপতিতে শতভাগ ফিট পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আর এর অংশ হিসেবেই তার দুবাই গমন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। ওইদিন রাতেই করা স্ক্যান রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। এরপর থেকেই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-বিসিবি।