ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আজকের এই দিনে সুরা পৃথিবীতে আসে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
এপ্রিল ২৮, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আজ জন্মদিন সুরার

আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর,
সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন সুরার।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি,
ভালোবাসো সব সৃষ্টিকে।
ভালবাসা নিয়ে নিজে তুমি,
ভালোবাসো সব সৃষ্টিকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন তোমার।

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি,
আলোকিত কর পৃথিবীকে।
আলোকিত হয়ে নিজে তুমি,
আলোকিত কর পৃথিবীকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন সুরার।

আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর,
সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়।

আজ  জন্মদিন সুরার।

সুরার ৫ম জন্মদিনে প্রতিদিনের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবে।এই প্রত্যাশায়- প্রতিদিনের বাংলাদেশ

আনন্দের এই দিনে সুরার বাবা মোঃ আইয়ুব আলী তার মেয়ের উদ্দেশ্যে যে ফেসবুক স্টাটাস দিয়েছেন, তা হুবহু তুলে ধরা হলো:

আজ ২৮ এপ্রিল।
” শুভ জন্মদিন ” মামুনি।
আমরা সত্যিই ধন্য, কারণ আমরা তোমাকে আমাদের মেয়ে হিসাবে পেয়েছি। আমরা তোমার আজীবন সুখ এবং সুস্বাস্থ্যের কামনা করি।মা বাবার আলিঙ্গন এবং চুম্বন সহ শুভ জন্মদিনের খুব খুব শুভেচ্ছা!
#সবাই আমার এই ছোট্ট মায়ের জন্য দোয়া করবেন।