ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক কারবারি দম্পতি আটক

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
আগস্ট ৩১, ২০২২ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২১ বোতল ফেনসিডিলসহ মলিন চন্দ্র বর্মন (৫৭) ও শেফালী রানী(৪৫) নামে এক মাদক কারবারি দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার (২৯ আগস্ট) দিনগত রাতে উপজেলার পুরাতন আটোয়ারীর দীঘিরকোন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মলিন চন্দ্র বর্মন উপজেলার পুরাতন আটোয়ারীর দীঘিরকোন এলাকার মৃত দীনেশ চন্দ্র বর্মনের ছেলে ও শেফালী রানী একই এলাকার মলিন চন্দ্র বর্মনের স্ত্রী।

পুলিশ জানায়,সোমবার দিনগত রাতে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে এসআই জাকিরুল হক ও এসআই এনামুল হকসহ পুলিশের একটি টিম পুরাতন আটোয়ারীর দীঘিরকোন এলাকায় বসতবাড়ির উত্তর ভিটার দক্ষিন দূয়ারী বাঁশের বেড়াযুক্ত চৌচালা টিনের শয়ন ঘরের ভেতরে পূর্ব পার্শ্বে অবস্থিত বাঁশের তৈরি মাঁচার নিচে মেঝে হতে ৩টি সাদা প্লাষ্টিকের বস্তা থেকে ৩২১বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়

আপনার মন্তব্য লিখুন