আত্ম প্রকাশ
গীতা বিশ্বাস
আমার দেহ খোঁজে মন্দির মসজিদ
মন খোঁজে পতিতা,
ওই পাপের টাকার জাকাত দিয়ে
হয়েছি আমি দাতা।
আমার মনে ভরা লোভ লালসা
মুখে ন্যায়ের বানী,
যত সব ছলনাতে ডিগ্রি করা
আমার হৃদয় খানি।
কোন মনুষ্যত্ব নেয় তো আমার
বিবেকটাও মৃত,
এই দুঃশাসন আজ মানবতার
করছে গভীর ক্ষত।
শুধু নিজের স্বার্থ ছাড়া আমি
বুঝি নাতো কিছু,
তাই সারাজীবন ছুটলাম ভবে
টাকার পিছু পিছু।
শুধু নিজে খাবো নিজেই পরবো
এটাই মনের আশা,
ওই টাকার জোরে কিনেছি আমি
রঙিন ভালোবাসা।।
আপনার মন্তব্য লিখুন