ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আদালতের কাঠগড়ায় আসামিকে ইয়াবা দিতে গিয়ে যুবক জেলে!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ২, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে ইয়াবা সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক আমলি আদালতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিল্লাল হোসেন।

বিল্লালের নামে করা মামলার এজাহারে বলা হয়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আমলি আদালতের এজলাসে মাদক নিয়ে ঢোকেন বিল্লাল। এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামিকে পলিথিনে করে ১০ পিস ইয়াবা দিতে গেলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিল্লালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১ মার্চ) বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বদিউজ্জামানের আদালত বিল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আদালত চত্বরে কড়াকড়ি আরোপ করা খুব জটিল হয়ে পড়েছে। বিভিন্ন মামলার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের তল্লাশি করতে গেলে আইনজীবীরা অনেক সময় বাধা দেন।

তিনি আরও বলেন, তখন ঠিকমতো তল্লাশি করা হয়ে ওঠে না। তবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।

আপনার মন্তব্য লিখুন