মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার এলাকায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যে অর্থ যোগানদিতে নিয়ে আসা সার্কাসের আড়ালে সন্ধার পরে অশ্লীল নৃত্য চলছে। আর তা দেখতে ভিড় জমাচ্ছে উঠতি বয়সের তরুনরাসহ শিশু ও সব বয়সী মানুষ।
৯ মার্চ (বুধবার) রাতে সরেজমিন গেলে দেখাযায়, ঐ নিভৃত পল্লীতে কিছু অসাধু লোক কৃষিজমির বারোটা বাজিয়ে দি রওশন সার্কাসের সাইনবোর্ড দিয়ে প্যান্ডেল বানিয়ে ভেতরে চালাচ্ছে একেবারেই অশ্লীল নৃত্য। এতে ঐ এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের অভিভাবকরা অনেকটাই উদ্বিগ্ন।
মিলন বাজার এলাকার আব্দুস সোবহানের ছেলে সোহরাব উদ্দিন বলেন, আমার ছেলে নবম শ্রেণীতে পড়াশোনা করে সার্কাস দেখার জন্য টাকা চাইলে তা না দেওয়ায় ঘড় থেকে টাকা চুরি করে। এখানে কোনো সার্কাসের প্রদর্শনী নাই। দেশের বিভিন্ন জেলা
থেকে মেয়ে মানুষ নিয়ে এসে শুধু খারাপ নাচ দেখাচ্ছে। আমাদের দ্বাবি প্রশাসন দ্রুত এই সার্কাস বন্ধ করার পদক্ষেপ নেবেন।
এদিকে একটি সূত্র যানায়, সার্কাসের প্যান্ডেলের পিছনে ছোট ছোট ঘড় তুলে সেখানে রাতভর চলে মাদকের রমরমা ব্যবসা যার নমুনা ওই ঘড় গুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে।
এর সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকরা ওই ঘরগুলোতে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়।
বিষয়টি নিয়ে মেলা কমিটির সভাপতি রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সার্কাসে হাতি না থাকলে সার্কাস জমে না, এ পর্যন্ত কমিটি অনেক ক্ষতিগ্রস্ত। তাই রাতে মাত্র ২টি শো চালাই।
পরে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন কমিটির সভাপতি রবিউল ইসলাম।
এদিকে ঐ সার্কাস প্যান্ডেলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখা গেলেও দেখা মেলেনি কোন সদস্যের।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বলেন, সার্কাসে কোনো অশ্লীল নৃত্যের সুযোগ নেই যদি অশ্লীল নৃত্য হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আর বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি অবগত ছিলাম না। এমনটা হয়ে থাকলে অব্শ্যই ব্যবস্থা নেওয়া হবে।