আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে মাদকদ্রব্য টাপেন্ডাডাউল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই/ মোঃ জয়েন উদ্দিন, এসআই কমল কিশোর ঘোষ, এএসআই/মোঃ জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে আদিতমারী উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা এলাকার মিন্টু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে
বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরের দক্ষিণ পাশের/ কক্ষের খাটের তোষকের নিচে থাকা একটি নীল রঙের শপিং ব্যাগের ভিতর রাখা ৮০ পিস টাপেন্টডাল ট্যাবলেট উদ্ধার সহ ০১ জনকে আটক করেছেন।
আটককৃত আসামি মিন্টু মিয়া (৩০) আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ৭ নং ওয়াডের মকবুল হোসেন এর ছেলে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৮, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) টেবিলের ২৯ (ক) রুজু করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়াড় বিরুদ্ধে এ বিশেষ অভিযান চলমান থাকবে।