ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আবারও গ্যাসের দাম বাড়াতে চায় সরকার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের দাম আবারও বাড়াতে চায় সরকার। এরইমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে তিতাম গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, আবাসিকে দুই চলা ব্যবহারকারী গ্রাহকদের গ্যাস ব্যবহারের গড় ধরা হয়েছে ৬০ ঘনমিটার। কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যবহার করে প্রায় ৮০ ঘনমিটার গ্যাস। এই ‘সিস্টেম লস’ সমন্বয় করতে বিইআরসিতে প্রস্তাব দেয়া হয়েছে।

গত বছর জুন মাসে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ায় জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জিরেগুলেটরি কমিশন-বিইআরসি। এ সময় প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৮ টাকা করা হয়। আর মিটার ছাড়া গ্রাহকদের জন্য মাসে গ্যাসেরগড় ব্যবহারের পরিমাণ দুই চুলায় ৬০ ঘনমিটার ও এক চুলার জন্য ৫৫ ঘনমিটার ধরা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, তাদের গেলো দশ মাসের হিসাব অনুযায়ী মিটার ছাড়া গ্রাহকরা মাসে গড়ে ব্যবহার করছেন ৭৫ থেকে ৮০ ঘনমিটার গ্যাস। মাসিকবিল হিসাব পর্যালোচনা করে তিতাস বলছে, আবাসিক গ্রাহকদের গ্যাসের ব্যবহার বেড়েছে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তিতাস।
Add fress hjv
এই ক্ষতি সমন্বয়ে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তবে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ জানান, সরাসরিদাম বৃদ্ধির প্রস্তাব করা হয়নি।

বিইআরসি বলছে, তিতাসের প্রস্তাব বিবেচনার জন্য গ্রহণ করেছে কমিশন। এ নিয়েশুনানি শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন