রুবেল চৌধুরী, স্টাফ রিপোর্টার।।পার্বতীপুরের আমবাড়ীতে
মহামারী করোনা উর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত ৭ম দিনের আইন শৃংখলা বাহিনীর সাথে জনগণের পাশাপাশি কাপড়ের দোকানিরা চোর পুলিশ খেলছেন।
মানুষ রাস্তা ঘাটে অযথা ঘোরাঘুরি করছেন ও কাপড়ের দোকানদার প্রশাসন চলে গেলে আবার দোকান খুলে বসছেন। আমবাড়ী সকালে বিভিন্ন স্থানে সরজমিনে দেখা যায়,খাদ্যের হোটেল ভিতরে বসিয়ে খাচ্ছে মানুষ,খাবার দেওয়া শ্রমিকদের কারোও মুখে মাস্ক নেই।
এদিকে সকালে প্রশাসন টহল দিলে সব দোকান প্রায়ই বন্ধ হয়ে যায় ও প্রশাসন চলে গেলে আবার সরকারি অনুমতি বিহীন দোকান খুলছেন অনেকেই।
এদিকে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য মোঃ আসাজ্জামান বলেন, সরকারি নির্দেশ মানাতে আমি যতেষ্ট কাজ করে যাচ্ছি।