নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আলা উদ্দিন নিহতের ঘটনায় মামলা হয়েছে কিনা তা ১৫ দিনের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশে দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে ওই ঘটনায় এক মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত ওই নির্দেশ দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক এইচএম মোসলেহ উদ্দিন মিজান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সকালে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহত আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন আদালতে মামলার আবেদন করেন। আবেদনে মেয়র আব্দুল কাদের মির্জা ছাড়াও তার ছোট ভাই শাহাদত হোসেন, ছেলে তাসিক মির্জাসহ ১৬৫ জন এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘের্ষে গত ৯ মার্চ রাতে সিএনজিচালক আলা উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ তার অভিযোগ না নেওয়ায় আদালতে মামলার আবেদন করেন এমদাদ।