ঢাকাবুধবার , ২৭ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ প্রার্থীর নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২৭, ২০২১ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার একটি নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.শহিদুজ্জামান শহিদের নির্বাচনী সভায় একাধারে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছি গ্রামে অনুষ্ঠিত সভায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী সভা শুরু হয়। প্রার্থী শহিদুজ্জামান শহিদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ারে বসে বক্তব্য শুনছিলেন ভোটাররা। এর ঠিক মিনিট দু‘য়েকের মধ্যে নির্বাচনী সভার মঞ্চের পেছনে একাধারে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত জনতা। সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শহিদুজ্জামান শহীদ বলেন, আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে। জামায়াত-বিএনপির প্রার্থীর এলাকায় এটি ঘটেছে। এখানে তাদের ভূমিকা রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন