মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের চরাঞ্চল নগরজোয়ার গ্রামে খালের ওপর নির্মিত সেতু উদ্বোধনের আগেই হেলে পড়েছে। প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর সংযোগ সড়ক ধসে পানিতে বিলীন হয়ে গেছে। প্রশস্ত সেতুর বদলে অপরিকল্পিতভাবে নানা অনিয়মের মাধ্যমে সরু সেতু নির্মাণ করায় বন্যার পানির স্রোতে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসী জানিয়েছেন।
জানা গেছে, গত বছর বর্ষা মৌসুমে সেতুটি ধসে যাওয়ার কারণে সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত হতে না পারায় এর দুই পাশ দিয়ে উপচে পানি প্রবাহিত হয়। এতে উভয় প্রান্তের সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। বিষয়টি জেনেও গত এক বছরেও সেতু ও দুই পাশের সংযোগ সড়ক সংস্কার করার উদ্যোগ নেয়নি সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।
গ্রামবাসী জানান, এই সেতু ও সড়ক ব্যবহার করে শরীয়তপুর জেলার বাবুরচর, চিডারচর, নওপাড়া, জয়বাংলা বাজার এলাকার মানুষ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল নদীর ঘাটে যাতায়াত করে থাকেন। এ ছাড়া টঙ্গিবাড়ীর ডাইনগাঁও, আটিগাঁও, নগরজোয়ার, হাসাইল, বানারী, পাচনখোলা, মান্দ্রাসহ প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে সেতুটির অবস্থান। সেতুটি হেলে পড়ায় এবং সংযোগ সড়ক ধসে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এ সড়ক ছাড়া বিকল্প সড়ক না থাকায় বর্তমানে পানি সাঁতরে ও নৌকা দিয়ে সেতু এলাকা পারাপার হতে হচ্ছে তাদের।
হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এই সেতুর জন্য চরাঞ্চলের মানুষের খুবই কষ্ট হচ্ছে। মানুষের দুর্ভোগের কথা উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘলা এন্টারপ্রাইজ সেতু নির্মাণের কাজটি পায়। এরপর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেতু নির্মাণকাজ সম্পন্ন করে। গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুর নিচের অংশের বালুমাটি সরে গিয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদ সরকার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল।