মতিন সরকার, স্টাফ রিপোর্টার।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার চেয়ারম্যান সুপার মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর সভাপতিত্বে ও রামকৃষ্ণপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ-বিন-রশিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী।
এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক,ইউপি সচিব ফরিদুল হক মিলনসহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।