ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

একসংগে পার্টি করছেন যশ-নুসরাত, ছবি ফাঁস!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ২৩, ২০২১ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক।। আবারও যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে সরগরম টালিউড। এবার জল্পনার সূত্রপাত করেছে দুই তারকার ছবি। ফেসবুকে নুসরাত এবং যশ দাশগুপ্তর সংগে দু’টি ছবি পোস্ট করেছেন প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার মালিক রাজকুমার গুপ্তা। ছবিতে প্রায় একই ফ্রেমে রয়েছেন রাজ। শুধু একটিতে তাঁর সংগে রয়েছেন যশ, আরেকটিতে রয়েছেন নুসরাত। তাহলে কি একসংগে পার্টি করছিলেন দুই তারকা? অনেকে এমন প্রশ্নই তুলছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর প্রতিবেদনে বলা হয়, গত বছরের পুজোর পর থেকেই স্বামী নিখিল জৈনের সংগে নুসরাতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসে। পরে এক সাক্ষাৎকারে নুসরাত জানান, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে।

ভাইরাল ছবি

সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটের আগে সবাইকে চমকে দিয়ে তৃণমূল সংসদ সদস্য নুসরাতের বিরোধী দল বিজেপি’র প্রার্থী হয়ে ভোটে লড়েন যশ। যদিও হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি। একাধিকবার সোশ্যাল মিডিয়ার পোস্টে তা লক্ষ্য করা গেছে।

গত সপ্তাহেই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকার একটি পুরনো ছবি পোস্ট করেন যশ। ক্যাপশনে জানান ছবিটি নুসরাত তুলে দিয়েছেন। আবার একই দিনে গিটার হাতে নিয়ে ছবি পোস্ট করে নুসরাত ক্যাপশনে জানান, তাঁর ছবিটি যশ তুলে দিয়েছেন।

যদিও দুই তারকার কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেননি। তবে যশের সংগে প্রকাশ্যে ইভেন্টে আসতে কখনও দ্বিধা বোধ করেননি নুসরাত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত। ‘ডিকশনারি’র প্রিমিয়ারেও যশের সংগে নুসরাতকে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন