একুশ!
মোঃ ইকবাল হোসেন সরকার
বাংলাদেশের মাঠে ঘাটে
একুশ আছে লুকানো,
ফাগুন মাসের সবুজ ঘাসে
শহীদ ভাইদের ভেজানো।
ফাগুন মাসে দস্যু আসে
পথে নামে ভাইয়েরা,
কত যুবক মারা গেলো
চোখের জলে মায়েরা।
শহীদ ভাইদের আত্মা ডাকে
জাগো শক্তি মানুষের,
দারুণ ক্রোধে আগুন জ্বালো
স্মরণ কর একুশের।
এই যে দিনে ডুক্রে কাঁদে
আমার দেশের বোনেরা,
বুকের ভেতর একুশ পোষে
ফির্বে কি মোর ভাইয়েরা?
ফাগুন মাসের রক্ত ঝরা
পারে কি মন ভুলিতে,
বুকের ভেতর শহীদ মিনার
লাখো শহীদ ধুলিতে।