ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

এক বছর ধরে কবর স্থানে বসবাস করছেন তিনটি পরিবার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৮, ২০২২ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ এক বছর ধরে কবর স্থানে বসবাস করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের তিনটি পরিবার।

সরেজমিনে রায়গঞ্জ পৌর এলাকার বাসুড়িয়া গ্রামের হযরত আলী,সোবাহান শেখ,হাসিনুর রহমান এই তিন পরিবার স্ত্রী সন্তান নিয়ে প্রায় ১ বছর ধরে ক্ষুদ্র বাসুড়িয়া কবর স্থানে বসবাস করছেন। এমনটি অনুন্ধান করে দেখা যায় কবর স্থানে বসবাস করা তিনটি পরিবার এ প্রতিবেদক’কে জানান ,নিজেদের থাকার জায়গা ও অর্থ না থাকায় ১ বছর ধরে কেন্দ্রীয় কবর স্থানে ঝুপড়ি ঘর তৈরী করে মানবেতর জীবন যাপন করছেন তারা।

টিন,আর পলিথিনের কাগজ দিয়ে কবর স্থানে ঝুপড়ি তৈরী করে নানা আতংকে বসবাস করছেন এই পরিবারগুলো ।কবর স্থানে বসবাস করা গৃহহীন হযরত আলীর মাদ্রাসা পড়ুয়া ছেলে জানান,মানুষ মরে গেলে তাকে রাখা হয় কবর স্থানে ।আর আমরা বেঁচে থেকেও কবর স্থানে পোকামাকড়,শিয়াল,কুকুরের আতংকে নিয়ে বসবাস করছি ।

আমাদের ঘরে নেই বিদ্যুৎ,নেই পান করার মতো নিরাপদ পানির ব্যাবস্যা।অন্যের বাড়ি থেকে পানি এনে পান করতে হয় আমাদের এমনি জানান তারা।সারা দেশে গৃহহীন পরিবারের মাঝে ঘর তিরণের লক্ষ্যে রায়গঞ্জে শত ভাগ দূর্নীতি মুক্ত ঘর নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা প্রশাসন।

কবর স্থানে বসবাস করা তিনটি পরিবারের কথা জানা ছিলো না বলে জানান রায়গঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল। বিষয়টি দ্রুত তদন্ত পূবর্ক তিনটি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন