গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসডিও’র(নিরাশা দূরীকরন আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা মধ্য ধানঘড়া) ৩০ জন প্রশিক্ষনার্থী উপকারভোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার(২২ মে) দুপুরে ডিএসডিও’র নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামে ডিএসডিও হেড অফিসের একটি হলরুমে এ অর্থ প্রদান করা হয়।
এ সময় প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসডিও’র পরিচালনা পর্ষদের সদস্য রবিন সেন, নারী উদ্যোক্ত মাহফুজা খাতুন, ও দিলরুবা শারমীন।
অনুষ্ঠানে ডিএসডিও’র নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের সংস্থায় গাইবান্ধা বিসিক শিল্প নগরীর প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দিয়ে উপকারভোগীদের ট্রেনিং করানো হয়ে থাকে। এখানে প্রশিক্ষনার্থীদের বেশির ভাগই নারী। এখানে প্রাথমিকভাবে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, জায়নামাজ ও পাপোশ তৈরির উপর প্রশিক্ষন দেওয়া হচ্ছে। পরবর্তীদের প্রশিক্ষনের সেক্টর আরও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, আমরা মূলত; গ্রামের পিছিয়ে পড়া, অসহায় নারীদের বিভিন্ন সেক্টরে ট্রেনিং করিয়ে দক্ষভাবে গড়ে তুলে কর্মসংস্থান তৈরির লক্ষে কাজ করছি। আমরা আশা করছি এই সংস্থাটি একদিন অসহায় মানুষের বাতিঘর হিসেবে পরিচিতি পাবে।
আরইসআর