ঢাকাসোমবার , ১৪ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কতটা_পুড়লে।

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ১৪, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কতটা_পুড়লে।
মোঃ হাবিবুল হক

কতটা পুড়লে খাঁটি হয় সোনা,
খাদ বের হয়ে হয় নিখাদ,
কতটা জ্বলনে জ্বলে পাহাড়,
বুক চিরে নামে ধেয়ে আগুন লাভা।

সমুদ্র বুকে জলের প্লাবণ, ছাপায় দুকুল উন্মাদনায়,
কে বোঝে তার বুকের উতল ব্যথা, কি হেতু অজানা,
ঝর্ণার বুকে এ কোন জ্বালার উথাল-পাতাল,
নীরব দহনে ঝরায় কেন এত জলের ধারা।

আকাশের বুকে কোন অভিমান জমে,
ক্ষণে ক্ষণে গর্জিয়ে ওঠে যে বিষাদী মেঘনাদ,
শ্রাবণের আকাশ হতে কেন মুষল বৃষ্টিপাত,
কোন দগ্ধা লুকায় সে শীতল স্রোত ধারায়।

অরণ্য কুলে কেন জ্বলে ওঠে দাবানল,
কি যন্ত্রণায় ঢাকে পৃথিবীর বুক কালো ধোঁয়ায়,
রাখালিয়া বাঁশরীতে এত কেন বেদনার সুর,
রাখালি হৃদয় বুঝি জ্বলে সদ্য চিতায়,

জমির হৃদয় হয় ক্ষতবিক্ষত ক্রমাগত লাঙল ফলায়,
কি লাভ তার বলো সোনালী ফসলের সম্ভার আনায়,
বাতাস আজ নিস্তব্ধ নিথর, নেই কেন প্রাণ স্পর্শ স্পর্শতায়,
তাই বুঝি দুঃখী ঝাউবন দাঁড়িয়ে ঠায়, বিষন্নতার ব্যস্ততায়।

মানুষের বেদনা ভাসে কি মুখে নীলাভ আবীরে,
হৃদয় সারাক্ষণই জ্বলে কেন তবে তুষের আগুনে,
বলতে কি পারো কতটুকু পুড়তে হয় একটি মানুষের?
নিখাদ সোনা হতে কতটুকু খাদ বের হবে পোড়ালে।

আপনার মন্তব্য লিখুন