কবি বন্ধু
শাহী সবুর
আমরা যারা কবি তারা
এক ফ্যামিলির লোক,
বন্ধুর বন্ধন হয় না ছিন্ন
গেঞ্জাম যতই হোক।
কবি কবির পরম বন্ধু
থাকবো একই সাথে,
মতভেদ সে হইতে পারে
কি আসে যায় তাতে?
সুখে দুঃখে আমরা সবাই
থাকি সবার পাশে,
বন্ধু থাকে বন্ধুর পাশে
বিপদ যদি আসে।
নারী পুরুষ নেই ভেদাভেদ
পরিচয় তার কবি,
অনেক জনার পাইনি দেখা
চিনেছি তার ছবি।
ম্যাসেঞ্জারে আমরা সবাই
মতবিনিময় করি,
ছন্দে ছড়ায় সমাজ চিত্র
আমরা তুলে ধরি।
এই সমাজের দায় দায়িত্ব
কবি নিছেন কাধে,
সমাজ সংসার ধ্বংস হলে
কবির মনে বাঁধে।
আকাশ ভরা চন্দ্র তারা
আলোক ছড়ায় রবি,
দল ধর্ম নির্বিশেষে
আমরা সবাই কবি,