ঢাকাবুধবার , ৫ মে ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কবি বন্ধু!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৫, ২০২১ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

কবি বন্ধু
শাহী সবুর

আমরা যারা কবি তারা
এক ফ্যামিলির লোক,
বন্ধুর বন্ধন হয় না ছিন্ন
গেঞ্জাম যতই হোক।
কবি কবির পরম বন্ধু
থাকবো একই সাথে,
মতভেদ সে হইতে পারে
কি আসে যায় তাতে?
সুখে দুঃখে আমরা সবাই
থাকি সবার পাশে,
বন্ধু থাকে বন্ধুর পাশে
বিপদ যদি আসে।
নারী পুরুষ নেই ভেদাভেদ
পরিচয় তার কবি,
অনেক জনার পাইনি দেখা
চিনেছি তার ছবি।
ম্যাসেঞ্জারে আমরা সবাই
মতবিনিময় করি,
ছন্দে ছড়ায় সমাজ চিত্র
আমরা তুলে ধরি।
এই সমাজের দায় দায়িত্ব
কবি নিছেন কাধে,
সমাজ সংসার ধ্বংস হলে
কবির মনে বাঁধে।
আকাশ ভরা চন্দ্র তারা
আলোক ছড়ায় রবি,
দল ধর্ম নির্বিশেষে
আমরা সবাই কবি,