ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে ড্রেন নির্মাণে নয়-ছয়: ২ লক্ষ টাকার ড্রেন ১৫ দিনে হাওয়া!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মার্চ ৩০, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ,স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের এক পাশের দেয়াল। মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মান করা এ ড্রেনটি ভেঙে পড়ায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

২ লক্ষ টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এ কাজটি বাস্তবয়ন করেন। স্থানীয়রা জানান, প্রথম থেকেই এ ড্রেন নির্মানের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে অবগত করলে তিনি সরেজমিন কাজ পরিদর্শন করে কাজে অনিয়মের কারণে দুইদিন কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে কাজ বন্ধ ছিল। কিন্তু পরিবর্তিতে কাজের গুনগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ ড্রেনের দেয়াল ধ্বসে পড়ে। কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন, শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরজমিনে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুনগত মানের নিশ্চয়তা প্রধান করলে কাজ আবার শুরু হয়।

এ বিষয়ে কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় উনার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

আপনার মন্তব্য লিখুন