গন আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার পতন হলে বীরের বেশে তারেক রহমান দেশে ফিরবে। লক্ষ্মীপুরের কমলনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন বিএনপি’র চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামিম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সাবেক এমপি আশরাফ উদদিন নিজানের বাস ভবনে কমলনগর বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্বে করেন কমলনগর রামগতির সাবেক এমপি আশরাফ উদদিন নিজান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সাংগঠনিক এডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ বেপারি, এডভোকেট হাফিজুর রহমান, মাঈন উদ্দিন রিয়াজ, রামগতি বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, রামগতি পৌরসভা সাবেক মেয়র সাহেদ আলী পটু, রামগতি পৌরসভা কাউন্সিলার দিদার খন্দকার, বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার, ডাঃ আলী হোসেন,আনোয়ার হোসেন হিরন, হুমায়ুন কবির, আঃ ওদুদ, কমলনগর যুবদলের আহবায়ক দিদার হোসেন, যুগ্ম আহবায়ক ইউসুফ আলী পাটওয়ারি, আবদুর রাজ্জাক তালুকদার, আবু ছায়েদ দোলন, ছাত্রদল নেতা বেলায়েত হোসেনসহ কমলনগর রামগতি বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।