করো সবে প্রতিবাদ
শংকরী সাহা
ব্যভিচারে দুষ্টুলোকে ভরে গেছে সোনার দেশ
দুষ্কর্ম করে তারা বুক ফুলিয়ে চলছে বেশ,
আইনের শাসন নাই রে আজি পাপকর্মে দেশ হবে শেষ
অত্যাচার ও অনাচারে বয়ে চলছে তার রেশ।
ধর্ষিতার ভীষণ জ্বালা ন্যায্য বিচার পেতে চায়
সঠিক বিচার পাবে বলে আদালতে তারা যায়,
দেশের আইন বিক্রি করে টাকা লুটে রোজ তারা
আসল দোষী ঘুরে বেড়ায় টাকা জোরে পায় ছাড়া।
ধর্ষিতারা দুঃখে মরে ঝরে তাদের চোখের জল
লোক সমাজে অপবাদে যে হারায় তারা মনোবল,
কোর্টকাচারি ঘুরে ফিরে পায় না তারা সঠিক ফল
আইন- কানুন কিনে টাকায় খাটায় তারা নিজের বল।
অত্যাচার ও অনাচারে ধর্ষিতাদের বেঁচে থাকা দায়,
বিচারকগণ অর্থের লোভে নীতি কথা ভুলে যায়,
আইন যদি ন্যায়ের পথে সকল সময় সাথে রয়
ধর্ষণকারী ধর্ষণ করতে সকল সময় পেতো ভয়।
দেশ – সমাজে বাঁচতে হলে বন্ধ করো সব অপরাধ
মনের মাঝে সাহস নিয়ে সবাই
করো প্রতিবাদ,
মা বোনদের ইজ্জত নিয়ে জানোয়ার যে করছে ছল
তাদের শাস্তি দিতে হলে জেগে উঠুক মানবিক বল।