খেলার প্রতিবেদক।। আবারও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন সাকিব আল হাসান। পুরনো শিবিরে ফিরতে পেরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার অলরাউন্ডার। জানিয়েছেন, আগের মতোই দলকে শিরোপা উপহার দেয়ার লক্ষ্যেই মাঠে নামবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের রিঅ্যাকশান পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স।
সাকিব বলেন, খুবই এক্সাইটেড এবার কেকেআরের হয়ে খেলতে পারবো এজন্য। এর আগে ২০১২ ও ২০১৪তে যেভাবে খেলেছি, ২টি চ্যাম্পিয়নশিপ আমরা জিতেছি। এবারও তেমনই করার চেষ্টা করবো।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর দুই মৌসুম খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তবে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার। চলমান নিলামে তাকে কিনে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।
এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কেকেআর।
২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২০১২ ও ২০১৪ সালে দলটিকে আইপিএলের শিরোপা এনে দেন।
২০১৭ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন সাকিব। ২ মৌসুম শেষে তাকে রিলিজ করে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আবারও কলকাতাতেই ফিরলেন টাইগার অলরাউন্ডার।
সাকিব ছাড়াও আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার তিনি খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।
চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসের সর্বাধিক দামের রেকর্ড গড়েছেন তিনি। ১৬.২৫ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
১৫ কোটি রুপিতে কিউই পেসার কাইল জেমিয়েসনকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। একই দলে ১৪.২৫ কোটি রুপিতে যোগ দিয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, এভিন লুইসের মতো তারকারা।