রাকিব হোসেন।। নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনিকে প্রত্যাহার ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও ও হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বুধবারের মধ্যে তার দাবিগুলো মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তিনি।
তিনি আরো বলেন, দাবি না মানলে হরতাল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলবে। তার মতে, ডিসি, এসপি ও ওসিদের প্রত্যাহার করলে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ হবে।