খাজা রাশেদ, লালমনিরহাটঃ রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচলনা পর্ষদের সন্মানিত পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর (সিইও) ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর বিশেষ উদ্যাগে বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্থ কুড়িগ্রাম সদর উপজেলার চরান্চলের অসহায়,দরিদ্র ৪ শতজন পরিবারের মাঝে ত্রাণ সাম্রগী বিতরণ করা হয়।
২৩ জুলাই (শনিবার) সকালে কুড়িগ্রাম সদরের সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রূপালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম কর্পোরেট শাখার সার্বিক তত্বাবধানে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম আবুল হাসান। এ সময়ে রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ মোঃ সাইদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম। কুড়িগ্রাম কর্পোরেট শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ শাহজাহান সিরাজ। রূপালী ব্যাংক লিমিটেড (লালমনিরহাট জোন) স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। বিভাগীয় কার্যালয় প্রতিনিধি মোঃ জাকির হোসেন সহ রূপালী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা -কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সহযোগীতা করেন,মানবিক সোসাইটি বাংলাদেশ লিমিটেডের কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বনি ঈসরাইল লিনাদ সহ সংগঠনের অনন্য নেতাকর্মীবৃন্দ।