আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামের রৌমারীতে গাঁজার গাছ ও এককেজি গাঁজা সহ আটক-২।
পুলিশ সুপার, কুড়িগ্রামের নির্দেশনায় জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
(২৮ জানুয়ারী) রৌমারী থানার মাদক বিরোধী অভিযানে আঙ্গুর মিয়া (৩৭) এর বসত বাড়িতে রোপনকৃত প্রায় ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ ( ওজন প্রায় ১০ কেজি) আসামীকে গ্রেফতার। আসামী আঙ্গুর মিয়া, মোঃ নূর ইসলাম এর পুত্র। আটককৃত আসামী উপজেলার ভেরামারা( ইটালুকান্দা) এলাকার বাসিন্দা। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
রৌমারী থানা পুলিশের অপর একটি মমাদক বিরোধী অভিযানে আসামী জুলহাস ওরফে মুন্সি (৫৮), পিতা – মৃত কোরবান আলী কে ১ কেজি গাঁজা সহ আটক করে মাদক আইনে মামলা রুজু করা হয়।
আটককৃত আসামী উপজেলার চরশৌলমারী এলাকার সরকার পাড়ার বাসিন্দা।
আপনার মন্তব্য লিখুন