আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রাম জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদ মার্কেটের সামনে পবিত্র ঈদ -উল- আজহা উপলক্ষে করোনা মহামারিতে অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃৃৃহস্পতিবার (১৫জুলাই) সকাল সারে দশটায় জেলা পরিষদ মার্কেটের সামনে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন,আলহাজ্ব জাফর আলী (সাবেক এমপি), চেয়ারম্যান জেলা পরিষদ ও সভাপতি জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, যুগ্ম আহবায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আনিচুর রহমান চাঁদ, যুগ্ম আহবায়ক, জেলা আওয়ামীলীগের সদস্য লোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সহ প্রমুখ।