মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলা সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) সদর উপজেলায় আলোর ভূবন কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের আয়োজন করেন কুড়িগ্রাম বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তপক্ষ জোন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তপক্ষ জোনের নির্বাহী প্রকৌশলী একেএম মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রকল্প পরিচালক ও ইআইআরপি ও রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান, সাংবাদিক সফি খান প্রমুখ।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে লাভজনক শষ্য উৎপাদন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেয়া হয়।