ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে জমে উঠেছে ঈদের কেনাকাট

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ১০, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার।। কুড়িগ্রামে জমে উঠেছে ঈদের বাজার কিন্তু কেউই মানছেন না শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।আগত ক্রেতাদের অধিকাংশের মুখে নেই কোন মাস্ক। এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠানেরও বিক্রেতা বা সেলসম্যানের মুখে মাস্ক পড়তে দেখা যায়নি। করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে লকডাউন। করোনা ভীতি উপেক্ষা করে ঈদ উদযাপনের লক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ৯টি উপজেলার মানুষ।

প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পছন্দের জিনিসপত্র কিনতে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ।এমনকি তাদের মধ্যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষনই দেখা যাচ্ছে না। প্রথম দিকে মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও গত ৩/৪দিনে ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীর লক্ষ করা গেছে।

ঈদকে সামনে রেখে শেষ মুহুর্তে কেনাকাটা করতে ক্রেতারা বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে ছুটে চলছেন । ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও।
ব্যবসায়ীরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারের লকডাউন ঘোষনায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা কিছুটা আর্থিক সংকটে পড়েছিলেন।কিন্তু লকডাউন শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় হঠাৎ ক্রেতার সংখ্যা বেড়ে বেচাকেনাও বেড়ে গেছে।

করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সরকারের কঠোর বিধিনিষেধ জারির পরও জনসাধারণের মধ্যে যেন কোনো ধরনের করোনা ভীতিই নেই। এই সংকটকালেও নিশ্চিন্তে ক্রেতারা ঈদের কেনাকাটা করছেন।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে বেচাকেনা করার নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেক বিক্রেতারা।

বেশীর ভাগ মার্কেট ও বিপনি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশী থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকেটা করতে এসেছেন।

মার্কেটে আগত কয়েকজন ক্রেতার সাথে কথা হলে, তারা বলেন, ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছি। বিভিন্ন দোকান যাচাই ও দামাদামি করে তাদের পছন্দের পন্যটি কিনছেন ক্রেতারা।
এ ব্যাপারে রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বিভিন্ন মার্কেটে নিয়মিত ম্যাজিস্ট্রেট গিয়ে রাত ৮টায় দোকান বন্ধ করা নিশ্চিত করছেন। কোন দোকানি স্বাস্থ্যবিধি না মানলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, ঈদ উপলক্ষে পুলিশের টহল জোড়দার করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও জনগনকে সচেতন করতে কাজ করছে জেলা পুলিশের সদস্যরা। বিভিন্ন মার্কেটে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্য বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে বলা হয়েছে।কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মন্তব্য লিখুন