ঢাকাবৃহস্পতিবার , ৬ মে ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ১৫ টাকায় মানবতার বাজার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
মে ৬, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ রাসেল উদ্দিন, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার সদর ইউনিয়ন এর বেলগাছায় ৯নং ওয়ার্ডে মানবতার বাজারে ১৫ টাকার বিনিময়ে গ্রামের বিধবা, কর্মহীন, প্রতিবন্ধী ২৫ টা পরিবারের মানুষের মাঝে চাল ১ কেজি, আলু ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, সাবান একটা বিতরন করেন কনট্রিবিউশন ফর বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মানবিক ডাক্তার কলি আক্তার।

এই বিষয়ে মানবিক ডাক্তার কলি আক্তার সাংবাদিকদের বলেন আমাদের এই চেষ্টা কেটে খাওয়া দুস্থ, অভাবী মানুষের মুখে এই ঈদে হাসি খুটাবে।

কলি আক্তার বলেন, আরও আমরা চাই বিধবা, কর্মহীন, প্রতিবন্ধী পরিবারে ২৫টি পরিবারের মাঝে আজ এটা বিতরণ করা হলো, এই ধারাবাহিকতা আমাদের চলমান থাকবে।

সুবিধাভূগী হাজরা বেওয়া বলেন, হামরা কাছে এই করোনা কালে সেমাই চিনি বাজারে কেনার মতো টাকা নাই, তাই মানবতার বাজারে ১৫ টাকা দিয়ে এই জিনিস নিলোং। ১৫ টাকার বিষয়ে কলি আক্তারের কাছে জানতে চাইলে বলেন অনেক মানুষ তারা বিনামূল্যে জিনিস গ্রহন করতে সংকোচ মনে করে, এখানে তারা ১৫ টাকা দিয়ে জিনিস গ্রহন করবে, তখন তাদের মনে হবে আমরা দান গ্রহন করিনি, ক্রয় করেছে।

মানবতার বাজারের এই উদ্যোগ সুধী মহলে প্রসংশা বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন