ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গলার মধ্যে জীবিত কৈ মাছ আটকে শেখ মনির হোসেন ওরফে মন্টু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মনির হোসেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মনিরের ভাই মিজানুর রহমান শেখ জানান, গতকাল শনিবার দুপুরে ঘাড়ুয়ার বিলে আমাদের এক আত্মিয়ের পুকুরে মাছ ধরতে যান তারা। মনির একটি কই মাছ ধরে সেটি পাত্রে না রেখে মুখের মধ্যে ঢুকিয়ে দাঁত দিয়ে আটকে রাখার চেষ্টা করে। মুখে ঢোকানের পরপরই মাছটি গলার ভিতরে চলে যায়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। অচেতন অবস্থায় মনিরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. শফিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশ কে জানান, মনিরের গলা ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। অস্ত্রোপচার করে তার গলা থেকে মাছটি বের করা হয়। কিন্তু তার চেতনা ফিরেনি আর। রোববার সকালে দুবার বমি করে মৃত্যুর কেলে ঢলে পড়েন তিনি।