কোথায় খুঁজিস তাঁরে
নিরঞ্জন কুমার রায়
খুঁজে মরিস কোথায় তাঁরে
বন বাদাড়ে পাহাড় চূড়ে,
গিরি গুহায় সকাল সাঁঝে
বেদন মনে থাকিস পড়ে।
বিনা আহার ভোজন নাহি
তপ্ত রোদে আছিস বসে,
কষ্ট নিয়ে মনের কোণে
ভরলো হিয়া করুন রসে।
শীতল বায়ু আসলো ধেয়ে
কাঁপন লাগে সবার গায়,
তবুও তুই রইলি বসে
একাকী সেই নিঝুম ঠাঁয়।
যাস যদি রে মক্কা কাশী
তাঁরে পাবার মহান আশে,
পাবি কি তুই সেথায় তাঁরে
নিবিড় করে তোরই পাশে?
তিনি আছেন তোরই মাঝে
ভেবে দেখরে আপন মনে,
মনের মাঝে তিনি থাকেন
খুঁজে নে তারে ভক্তি ধনে।
আপনার মন্তব্য লিখুন