নিজস্ব প্রতিবেদক।। ক্রীড়া সামগ্রী আমদানি শুল্কমুক্ত রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। খেলাধুলার মানোন্নয়নে এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
বুধবার (৩১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বৈঠকে কমিটির সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং ক্রীড়া পরিদফতরের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৭৮টি উপজেলায় তা নির্মাণের সুপারিশ করা হয়।
বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরিকল্পনা বাস্তবায়ন এবং অবকাঠামো নির্মাণের জন্য উক্ত প্রতিষ্ঠান সংলগ্ন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জমি জরুরি ভিত্তিতে হস্তান্তর করার জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে পত্র দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।