ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

ক্লাসরুমে খুন,সহপাঠীর গুলিতে রক্তে ভিজল ক্লাসরুম!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জানুয়ারি ২, ২০২১ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ক্লাসে বসায় জায়গা নিয়ে দুই বন্ধুর মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল। কিন্তু তার যে এমন ভয়াবহ পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। বন্ধুর সঙ্গে ঝগড়ার ২৪ ঘণ্টা পেরনোর আগেই ক্লাসের মধ্যে গুলি করে সহপাঠী কিশোরকে হত্যা করল অভিযুক্ত কিশোর। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে, আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা।

এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায়। শিখরপুরের সুরজ ভন সরস্বতী ইন্টার কলেজ নামের স্কুলের পড়ুয়া ওই দুই কিশোর।
ক্লাসের অন্য শিক্ষার্থীরা জানিয়েছে, মঙ্গলবার ওই দুই সহপাঠী কিশোরের মধ্যে বসার জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল। তা ক্রমেই ভয়াবহ মারপিঠে গড়ায়। এরপর আবার থেমে যায়। কিন্তু হত্যায় অভিযুক্ত কিশোর প্রবল আক্রোশে পরের দিন স্কুলে আসার সময় ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ওই দুই কিশোরের মধ্যে ক্লাসে বসার জায়গা নিয়ে ভয়ানক মারপিঠ হয়েছিল। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত কিশোর বন্দুক নিয়ে স্কুলে আসে। প্রথম দু’টো ক্লাস হয়ে যাওয়ার পরেই সে ব্যাগ থেকে বন্দুক বের করে সহপাঠী কিশোরকে তাক করে পর পর দু’টি গুলি চালায়। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় শরীর। রক্তে ভেসে যায় গোটা ক্লাসরুম।
স্কুলের প্রধান শিক্ষক প্রভাত গুপ্তা জানান, গুলির শব্দে যখন চারিদিকে হুড়োহুড়ি পরে গিয়েছিল, তখন অভিযুক্ত কিশোর পালানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু শিক্ষকের তৎপরতায় সে ধরা পরে যায়। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

এদিকে, আহত ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, শেষরক্ষা হয়নি।
বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই ওই নাবালক অভিযুক্তকে আটক করা হয়েছে। খুনে ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তের কাকা পেশায় সেনাকরমী। তিনি বড়দিনের চ্যুতিতে বাড়িতে এসেছেন। তারই সার্ভিস রিভলভার নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে যুবক।

আপনার মন্তব্য লিখুন