ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. Covid-19
  2. অপরাধ ও আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ডেস্ক
  6. কৃষি ও অর্থনীতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. নির্বাচন
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. ভিডিও গ্যালারী
  15. মুক্ত মতামত ও বিবিধ কথা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ অনুষ্ঠান

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
জুন ৫, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান 05 জুন 2021 খ্রিঃ শনিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়।বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান করে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃফিরোজ আহমেদ,ডুমুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃআইয়ূব হোসাইন এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের 25 জন শিক্ষার্থী।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন,‘‘করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিয়ের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে।অভিভাবকদের প্রতি অনুরোধ এই মহামারী কারনে হতাশ হয়ে বাল্যবিয়ে দিয়ে আপনার সন্তানের জীবন ও স্বপ্ন নষ্ট করবেন না।আপনারা ধৈর্য্য ধরুন, সুদিন নিশ্চয়ই আসবে।আমরা বাল্যবিয়ের খবর পেলেই তা বন্ধ করতে প্রস্তুত আছি।বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান বাল্যবিয়ে প্রতিরোধে যে ভূমিকা পালন করছে তা চলমান থাকুক এই প্রত্যাশা করি।

আগামী 19জুন 2021 তারিখ শনিবার রাত ৮.১০ মিনিটে ঢাকা- ক এবং এফ এম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের এ্যাপসে সজীব দত্তের সঞ্চালনায় উপপরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেন এর প্রযোজনায় ধারণকৃত এ অনুষ্ঠানটি শোনা যাবে।

আপনার মন্তব্য লিখুন