ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আফিলগেট পুলিশ চেকপোস্টে অভিনব কায়দা মাদক নিয়ে আটক-১

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
নভেম্বর ১৪, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা খানজাহান আলী থানার আফিলগেট পুলিশ চেক পোষ্ট থেকে অভিনব কায়দায় মাদক পাচার কালে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। সুত্রে জানা গেছে, আজ ১৪ নভেম্বর শনিবার বেলা ৩টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এস আই দেবেশ কুমার মন্ডল ও এ এস আই তপন কুমার পাল আফিলগেট পুলিশ চেকপোস্ট সামনে থেকে একটি মটরচালিত ভ্যান দ্রুত চালিয়ে আসতে দেখে সন্দেহ হয়। ভ্যানটিকে থামিয়ে তল্লাশী করে ভ্যানের বডির নিচে নিক্ষুত এবং অভিনব কায়দায় ফেন্সিডিল সাজিয়ে রাখা দেখতে পায়। পরে গননা করে ১৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি যশোর জেলা শার্শা থানার রামপুর গ্রামের মোঃ মিলন সরদারের পুত্র শাহিন সরদার(২৫)।

খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ১৬৫ বোতল ফেন্সিডিল যশোরের বেনাপোল থেকে খুলনার জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব আইনে মামলা হয়েছে। মামলা নং- ৯, তাং- ১৪/১১/২০।