খুলনা,প্রতিনিধি।। খুলনা বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে গতকা ১ লা জুন বেলা আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ঠ গার্ড এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫শ মিটার ভেটকী জালসহ ২ জন জেলেকে আটক করেন। আটককৃতরা আমিরপুর ইউনিয়নের তলাপাড়া গ্রামের গোপাল বিশ্বাসের পুত্র মনিশান্ত বিশ্বাস ও একই এলাকার মৃত্যু নির্মল বিশ্বাসের পুত্র শ্যামল বিশ্বাস। এ সময় তারা নদীতে ভেটকী জাল দিয়ে নদীতে মাছ শিকার করছিলেন।
মাছ শিকারী দুজনকে উপজেলা মৎস্য অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভুক্তভুগী দুজনকে ৬শ টাকা জরিমানা করেন।
আপনার মন্তব্য লিখুন