খেলার মাঠ বন্ধ করে ভবন নির্মাণ,নির্মাণাধীন ভবন স্থানান্তরিত দাবিতে মানববন্ধন
আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজারে খেলার মাঠ বন্ধ করে ভবন নির্মাণ, নির্মাণকৃত ভবন স্থানান্তরিত করে খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেন।
মঙ্গলবার ( ২৫ মে) সকাল ১১ ঘটিকায় লেংগা বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করেন।মুলত লেংগা বাজার বিএস উচ্চ বিদ্যালয় এবং লেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি মাঠ একত্রিত করে একটি খেলার মাঠের দাবি জানান। কিন্তু সেটি না করে দুই বিদ্যালয়ের মাঠের মাঝখানে পূর্ণরায় ভবনের ভিত্তি প্রস্থ স্থাপন করে ভবনের কাজ শুরু করে।আর সেই ভবন স্থানান্তরিত করে খেলার মাঠের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের মাঝে আবু হাসান নামে এক আন্দোলনরত শিক্ষার্থী জানান যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা পরবর্তীতে আমরণ অনশন এর ঘোষণা দিবেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনায় যাতে ভবন স্থানান্তরিত করে খেলার মাঠ ফিরে দেবার জোর দাবি জানান।