ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ ও আদালত
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ডেস্ক
  5. কৃষি ও অর্থনীতি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নির্বাচন
  11. বানিজ্য
  12. বিনোদন
  13. ভিডিও গ্যালারী
  14. মুক্ত মতামত ও বিবিধ কথা
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গণেশের মূর্তি গলায় ঝুলিয়ে ‘নগ্ন’ ছবি পোস্ট রিহানার!

প্রতিবেদক
প্রতিদিনের বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক।। ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুলে সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা রিহানা। আবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন বিশ্বনন্দিত এই পপ তারকা। রিহানার নতুন টুইটার পোস্ট ঘিরে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কারণ টুইটারে যে ছবি গায়িকা পোস্ট করেছেন, সেখানে তাঁর গলায় ঝুলছে হিন্দু দেবতা সিদ্ধিপতি গণেশের মূর্তি, অথচ তাঁর শরীরের ঊর্ধ্বাঙ্গে সুতোর লেশমাত্র নেই! টপলেস ছবিতে গলায় দুটি হার পরা অবস্থায় দেখা গেছে রিহানাকে।

ছবিতে চিরাচরিত কনফিডেন্ট রিহানার ঝলক ধরা পড়েছে, হাতভর্তি এবং স্তনের নিচে ট্যাটু শোভা পাচ্ছে। বুকে ঝুলছে হালকা বেগুনি বা পানাফুল রঙের একটি বিডসের হার এবং রুপালি রঙা চেন থেকে পেটের কাছে ঝুলে রয়েছে গণেশের একটি পেনডেন্ট।

এই পোস্টের ক্যাপশনে হলিউডের ‘ব্যাড গার্ল’ পপতারকা পপকর্নের একটি গানের লাইন উদ্ধৃত করেন। পপকর্নের ‘ফরএভার’ অ্যালবামের ‘নেকেড’ গানের লাইনটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হে কন্যা, আমি চাই না আজ রাতে তুমি আমার জন্য অন্তর্বাস পরো’।

আর এই ঘটনায় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা দারুণ খেপেছে।

গত ২ ফেব্রুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএনের খবরের একটি লিংক টুইটারে পোস্ট করেন, লেখেন- ‘আমরা এটা নিয়ে কথা বলছি না কেন?’ সেখানে ভারত সরকারের হাতে কৃষকদের মানবাধিকার ছিনিয়ে নেওয়ার কথা লেখা রয়েছে। ১০১ মিলিয়ন মানুষ যাকে টুইটারে ফলো করে, সেই রিহানার এক লাইনের টুইট ভারতের কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। যার ফলে রীতিমতো ড্যামেজ কন্ট্রোলে নামে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার নয়া বিতর্কে জড়ালেন তারকা।

তবে এই প্রথম ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠেনি রিহানার বিরুদ্ধে। এর আগে ২০১৩ সালে আবুধাবির শেখ জায়েদ মসজিদের কাছে ‘কুরুচিকর’ ফটোশুটের অভিযোগ উঠেছিল রিহানার বিরুদ্ধে। এ ছাড়া রিহানার নিজস্ব ব্র্যান্ড সেভেজ এক্স ফেন্টি লনজারি-এর শো চলাকালীন একটি গানের ভিডিও চলছিল, সেখানে হাদিস লেখা ফুটে উঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন রিহানা। এবার গণেশ মূর্তি বুকে ঝুলিয়ে টপলেস ছবি পোস্ট করায় হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল গায়িকার বিরুদ্ধে। এ নিয়ে ভারতে রিহানার সমালোচনায় মুখর হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হিন্দুস্তান টাইম, টুইটার।