মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়নের গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন।
নিহত ওই নারীর নাম, রহিদা বেগম (৫১)। তিনি উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়াল ঝার এলাকার শমসের আলীর স্ত্রী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয়রা জানান রহিদা বেগম দীর্ঘ দিন থেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে আবার তাকে বাড়িতে নিয়ে আসেন। একপর্যায়ে শনিবার সকাল ১০ টার দিকে বাড়ির লোকজনের অগোচরে শয়ন কক্ষের ঘরের সরে সাথে রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুলাল উদ্দিন জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশের ময়নাতদন্ত জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে তবে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।