জয়ন্ত সাহা যতন।। গাইবান্ধার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত পুলিশ সদস্যদের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে এ বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে এশোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে সারাদেশে জামাত শিবির যে তান্ডব লীলা চালায়, তাদের তান্ডব লীলার শিকার হয় বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য.সেইদিন থেকে সুন্দরগঞ্জ থানা পুলিশ দিনটিকে নিহত পুলিশদের স্মৃতি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে.
সুন্দরগঞ্জ থানা অফিসার জনাব মোঃ আব্দুল্লাহিল জামান’র সভাপতিত্বে,আজকের শোক সভা ও দোয়া মাহফিলের,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম(পুলিশ সুপার গাইবান্ধা),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ রাহাত গাওহারী(অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন গাইবান্ধা),জনাব মোহাম্মদ আবদুল আউয়াল (অতিরিক্ত পুলিশ সুপার “এ”সার্কেল গাইবান্ধা),জনাব মিসেস আফরুজা বারী(আহ্বায়ক ভারপ্রাপ্ত সুন্দরগঞ্জ উপজেলা শাখা),জনাব মোঃ আব্দুর রশিদ রেজা সরকার(পৌর মেয়র সুন্দরগঞ্জ).
শোক সভা ও দোয়া মাহফিলের শেষে নিহত চার পুলিশ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়।