জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ’ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
শুক্রবার সকালে উপজেলার বজরা কঞ্চিবাড়ী হাইস্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে ১ হাজার টাকা সমমূল্যের চাল, ডাল, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‘ব্রাইট সুন্দরগঞ্জ’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মনোয়ারুল আলম সরকার, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য লিখুন